দুপুর তিনটা আসলে বৃত্তাকার এক সময়। আমি ঘুরে এসে দেখি তুমি সানগ্লাস সমেত একটা গাড়িতে উঠে যাচ্ছ তোমার চিবুকে দুপুর তিনটার রোদ। দুপুর তিনটা আসলে রহস্যময়; তুমি আমাকে দেখতে চেয়েছিলে একদিন। তুমি কি আমাকে ঘুঘু পাখির ডাকের চেয়েও নির্জন কোনো জলের অতল ভাবো? আমি পথে নেমে দেখি, ঠিক তিনটায়...