Blog

কবির জীবন

এই যে এত জেগে উঠতে বলো আমাকে ঘুম থেকে
ভোরবেলা শব্দের কফিন খুলে একা
কেন দেখাতে চাও, ফিরে যেতে চেয়ে এত আহত হয়েছে নদী
মাঠে মাঠে বাতাসে পুড়েছে ধান গবেষণা কেন্দ্র
কেউ হাতের তালুতে দেখতে পেয়েছে সিনেমার মতো জীবন?
তবে কি যাওয়া বলে কিছু নেই
হারিয়ে যাওয়া আছে এই কলরোলে শুধু!
সাতে পাঁচে দুঃখ পাওয়া মানুষ আমি
মাতৃগর্ভের ঘ্রাণ চিরকাল অচ্ছুত করে রেখেছে আমাকে।
তবে কী জন্মাইনি কোনোদিন!
জেনে নিতে চাইনি ফাঁকা ট্রেন কামরার লোহালক্কড়ের একাকীত্ব,
দূর মফস্বল থেকে চোরাচালান হয়ে আসা নেশা
শহরের লিফটে কেন প্রত্যেক মানুষ একা?
ভোরবেলা জেগে উঠতে বলো আমাকে
আজও দেখাতে চাও সব কীরকম ভেঙে গেছে
সমুদ্রে ভয়হীন জাহাজের আক্রোশে
আজও বলো আমাকে, নক্ষত্রের দিক বদল করা আগুন!
আগস্ট- ২০২১

Leave a comment

©2021 Iraz Ahmed.com. Develop by POPCORN.